আমাদের সম্পর্কে

আপনার সন্তান কি ইংরেজিতে দক্ষ হতে চায়? Populs Kids English নিয়ে এসেছে একটি মজার, ইন্টারঅ্যাকটিভ এবং কার্যকরী ইংরেজি শেখার প্ল্যাটফর্ম! আমাদের কোর্সগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শিশুদের বয়স ও শেখার ধরণ অনুযায়ী, যাতে তারা সহজেই ইংরেজি ভাষায় দক্ষ হতে পারে।

কেন আমাদের মেন্টররা সেরা?

Populs Kids English-এর অভিজ্ঞ ও প্রশিক্ষিত মেন্টররা শিশুদের ইংরেজি শেখাকে সহজ, মজাদার ও কার্যকর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রত্যেক শিক্ষক বিশেষভাবে প্রশিক্ষিত, যাতে তারা শিশুদের শেখার আগ্রহ তৈরি করতে পারেন এবং তাদের ভাষার দক্ষতা উন্নত করতে সহায়তা করতে পারেন।

👩‍🏫 অভিজ্ঞ ও যোগ্য প্রশিক্ষক – ভাষা শিক্ষায় অভিজ্ঞ ও শিশুদের শেখানোর বিশেষ দক্ষতা সম্পন্ন।
🎯 শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়ান – পাঠগুলোকে আনন্দদায়ক ও ইন্টারঅ্যাকটিভ করে তোলেন।
📚 আপডেটেড ও কার্যকরী শেখার কৌশল – আধুনিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করে শেখানোর দক্ষতা।

Populs Kids English একটি আধুনিক ও ইন্টারঅ্যাকটিভ শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে শিশুরা আনন্দের সাথে ইংরেজি শেখে। আমাদের লক্ষ্য হল শিশুদের ভাষা দক্ষতা বাড়ানো এবং আত্মবিশ্বাসীভাবে ইংরেজিতে কথা বলতে সাহায্য করা।

আমাদের লক্ষ্য 🎯

আমরা বিশ্বাস করি, শেখা হওয়া উচিত আনন্দদায়ক এবং সহজবোধ্য। তাই আমাদের কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে শিশুরা খেলতে খেলতে শেখার অভিজ্ঞতা পায়।

আমাদের বিশেষত্ব 🌟

✔️ ইন্টারঅ্যাকটিভ ক্লাস – গেম, গান, গল্প ও আকর্ষণীয় কার্যকলাপের মাধ্যমে শেখানো হয়।
✔️ অভিজ্ঞ মেন্টর টিম – আমাদের প্রশিক্ষিত শিক্ষকরা শিশুদের শেখার অভিজ্ঞতা সহজ ও কার্যকর করে তোলেন।
✔️ বয়স অনুযায়ী শেখার পদ্ধতি – প্রতিটি কোর্স শিশুদের শেখার স্তর অনুযায়ী তৈরি।
✔️ বাসায় বসেই শেখার সুবিধা – অনলাইন এবং অফলাইন উভয় কোর্সের সুযোগ।